Barak UpdatesHappeningsBreaking News

বুধুরাইলে ডাকাতি, দুই ভাইয়ের ঘর থেকে লুট টাকা, সোনাগয়না
Robbers loot cash & valuables at gun point in Budurail of Cachar

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: শিলচরের শহরতলি বুধুরাইলে শুক্রবার রাত দেড়টা নাগাদ ডাকাতদল হানা দেয়৷ দিদার আহমেদ লস্করের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শূন্যে গুলি চালিয়ে টাকাপয়সা ও সোনাগয়না দাবি করে। মারপিট করে নারী-পুরুষ নির্বিশেষে। দুইজনকে হাত-পা বেঁধে নড়াচড়া করতে দেয়নি। পরে বিছানার তোষকের নীচে ও আলমারির ভেতরে এবং আরও অন্যান্য জায়গায় তল্লাশি চালায়ে নগদ দেড় লক্ষ টাকা ও আট ভরি সোনার গয়না নিয়ে যায়। দুই ভাইয়ের ঘর থেকে ছিনিয়ে নেয় বেশ কয়েকটি মোবাইলও।

ডাকাতদলের মারপিটে ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহিলাও রয়েছেন। তাঁরা হলেন সুফিয়া বেগম লস্কর ও রেবা বেগম লস্কর। গৃহকর্তা দিদার আহমেদ লস্কর ছাড়াও জখম হয়েছেন আনোয়ার আহমেদ লস্কর, নেহারুল ইসলাম লস্কর ও ইমরোজ আহমেদ লস্কর।

ফোন পেয়ে রাতেই অতিরি্ক্ত পুলিশ সুপার জগদীশ দাস ও শিলচর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার দিতুমণি গোস্বামী দলবল নিয়ে ছুটে যান দিদার আহমেদ লস্করের বাড়ি ছুটে যান। গোয়েন্দা কুকুর বেশ কিছুক্ষণ তল্লাশি চালালেও কাউকে শনাক্ত করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

গৃহকর্তা দিদার আহমেদ জানান, রমজান মাস চলছে বলে রাত দেড়টা নাগাদ উঠে পড়ি। প্রাকৃতিক কাজকর্ম সেরে শৌচাগারের দরজা দিয়েই একটু বাইরে গিয়ে দেখি। তখনই দেখি দুইজন এগিয়ে আসছে। এত রাতে কারা হতে পারে, প্রথমে বোঝার চেষ্টা করি। কিন্তু তাদের গতিপ্রকৃতি ভাল ঠেকেনি দেখে দ্রুত শৌচাগারের দরজা বন্ধ করে দিই।এরা দরজা ভেঙে ওই পথেই ঘরে ঢুকে। পরে একে একে ১২-১৪ জন ঢুকে পড়ে। দুজনের হাতে বন্দুক। অন্যদের কারও হাতে শাবল, কেউ নিয়ে রেখেছেন রড, কাঠের টুকরো ইতাদি। প্রথমে তারা দিদারবাবু ও তাঁর শ্যালককে বেঁধে বসিয়ে রাখে। শূন্যে গুলি ছুঁড়ে হুমকি দেয়, নড়াচড়া করলে গুলি করে মেরে ফেলবে। পরে একে একে সব ঘরে গিয়ে লুটপাট চালায়। মহিলাদের হাত-গলা-কান থেকেও অলঙ্কার টেনে নেয়। তার ঘরে সবাইকে আটকে রেখে যায় ছোট ভাইয়ের ঘরে। সেখানেও একই কায়দায় শূন্যে গুলি চালিয়ে সবাইকে চুপ থাকতে বলে। মারধর করে ওই ঘর থেকেও টাকাপয়সা, সোনাদানা, মোবাইল নিয়ে গাড়ি চড়ে বেরিয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker