NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সাংবাদিকরাও ৫০ লক্ষ বিমার আওতায়, ঘোষণা রাজ্যেরFrontline journalists covering COVID-19 brought under life insurance of ₹50 lakh
২৭ এপ্রিল : করোনা যুদ্ধে শামিল সাংবাদিকরাও এ বার বিমার আওতায় আসছেন। অসম সরকার সোমবার ঘোষণা করেছে, করোনা সংক্রমণের খবর দিতে গিয়ে যেসব সাংবাদিক প্রতিদিন জীবন-ঝুঁকির মধ্যে রয়েছেন, তারা প্রত্যেকে ৫০ লক্ষ টাকা বিমার আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সোমবার এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, সাংবাদিকরা সাহসের সঙ্গে এ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট কভার করছেন। তিনি আরও বলেন, লেখকদের নিঃস্বার্থ প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে রাজ্য সরকার এই বিমা কভারেজ ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকরা সচেতনতা তৈরির জন্য রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে মিলে কাজ করছেন। সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করে সনোয়াল সমাজের মঙ্গলের জন্য আগামী দিনেও এই মহামারি সম্পর্কে রিপোর্ট চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Frontline journalists have been bravely covering #COVID19 against all odds, risking their lives and they are our real heroes. Our Govt will cover each one of them with a life insurance cover of Rs 50 lakh. #TogetherWeCan
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 27, 2020
উল্লেখ্য, রাজ্যে এ পর্যন্ত ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে একজন আক্রান্ত মারা গেছেন।