Barak UpdatesHappeningsCultureBreaking News
গোলদিঘি মলে সম্মিলিত মঞ্চের কবিপক্ষে উনিশের কথন
ওয়ে টু বরাক, ৫ মে : সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’ শীর্ষক অনুষ্ঠান মালার অঙ্গ হিসেবে রবিবার শিলচর গোলদিঘি মলের মুক্তাঙ্গনে ‘কবিপক্ষে উনিশের কথন’ অনুষ্ঠান অয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন শিলচর শহর ও শহরতলির বিভিন্ন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রায় ২০০ শিশু ও বড় শিল্পীদের সমবেত গানের মাধ্যমে।
অনুষ্ঠানটি পরিবেশিত হয় গোলদিঘি মলের সম্মুখে। শিশুশিল্পী ও বড়দের অংশগ্রহনে মুখরিত হয়ে উঠে গোলদিঘি মলের প্রাঙ্গন। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায় জানান, আগামীকাল শিলচর মালিনবিলে থাকা হিরণপ্রভা দেব শিশু মন্দির স্কুলে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হবে। মঞ্চের উদ্যোগে উদারবন্দ ও শালগঙ্গায় ভ্রাম্যমান কবিপ্রণাম অনুষ্ঠানও চলবে।