NE UpdatesHappeningsBreaking News
জিরিবাম-আগরতলা জনশতাব্দীর যাত্রা শুরু শনিবার
ওয়েটুবরাক, ৭ জানুয়ারি : জনশতাব্দী এক্সপ্রেসে জুড়ে যাচ্ছে মণিপুরও৷ শনিবার বেলা দুইটায় রাজ্যটির একমাত্র স্টেশন জিরিবাম থেকে ট্রেনটি প্রথমবারের জন্য আগরতলার উদ্দেশে যাত্রা করবে৷ এতদিন মণিপুর থেকে একটিই ট্রেন চলাচল করছিল৷ শিলচর-জিরিবাম, তাও সপ্তাহে দুইদিন৷ ভোটের বছর বলে কথা! তাই এ বার একেবারে জনশতাব্দী৷ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যাত্রা শুরুর সংকেত দেবেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
ইম্ফলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং, মণিপুর সরকারের পরিবহন মন্ত্রী ভি ভাইতে, দুই সাংসদ মহারাজা সানাজাওবা লেইসাম্বে ও মেরি কম প্রমুখ৷ জিরিবাম স্টেশনে থাকবেন সাংসদ ড. লর্থো এস ফোজে এবং বিধায়ক আসাব ঊদ্দিন৷ আগরতলা রেলস্টেশনে বসে তা উপভোগ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহরায়, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং বিধায়ক মিমি মজুমদার৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কৌর জানিয়েছেন, আগরতলা থেকে জিরিবাম যেতে সময় লাগবে মাত্র ছয় ঘন্টা। মাঝখানে পাঁচটি স্টেশনে থামবে এই ট্রেনটি। এই ট্রেনে ২টি এসি, ৬টি নন-এসি এবং ২টি সাধারণ শ্রেনীর কামরা থাকবে৷ তিনি জানান, ট্রেন প্রতি সোম, বুধ এবং শুক্রবার যাতায়াত করবে। আগরতলা থেকে সকাল ৬টায় রওয়ানা দিয়ে দুপুর ১২টায় জিরিবাম পৌছাবে জনশতাব্দী এক্সপ্রেস। ঠিক একইভাবে জিরিবাম থেকে বিকেল ৪টায় রওয়ানা দিয়ে রাত ১০টায় পৌছাবে আগরতলা স্টেশনে ।