India & World UpdatesHappeningsBreaking News
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং প্রয়াত, শ্রদ্ধা মোদিরFormer Union Minister Buta Singh dies, PM Modi expresses grief
২ জানুয়ারি : প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং। শনিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল এইমস হাসপাতালে। আজ সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
পাঞ্জাবের জলন্ধরের মুস্তাফাপুরে ১৯৩৫ সালের ২১ মার্চ জন্ম বুটা সিংয়ের। রাজনীতিতে আসার আগে সাংবাদিকতা করেছেন তিনি। জীবনের প্রথম রাজনৈতিক দল অকালি দল। ছয়ের দশকের শেষে কংগ্রেসে যোগ দেন। ৮ বার লোকসভার সাংসদ হয়েছেন বুটা সিং। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সংসদীয় মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
Shri Buta Singh Ji was an experienced administrator and effective voice for the welfare of the poor as well as downtrodden. Saddened by his passing away. My condolences to his family and supporters.
— Narendra Modi (@narendramodi) January 2, 2021
১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজীব গান্ধীর মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী ছিলেন। এরপর ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। ২০০৭ সাল থেকে ২০১০ পর্যন্ত তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা। ২০০৫ সালে বিহার বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর সমালোচনা করে সুপ্রিম কোর্ট।