India & World UpdatesHappeningsBreaking News
Former President, PM & other leaders talks with PM over COVID-19করোনা পরিস্থিতি নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের বিরোধী নেতাদের ফোন মোদির
৫ এপ্রিল : করোনা মহামারির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার বার্তা দিয়ে রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে করোনা সংক্রমণের ফলে বর্তমানে কী পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই তাঁদের কথা হয়েছে বলে জানা গেছে।
এ দিন দুই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাতিল এবং আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকেও ফোন করেন মোদি। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাদেরও এ দিন মোদি ফোন করেছেন বলে খবর। সেই তালিকায় রয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ডিএমকে প্রধান এম কে স্টালিন, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল প্রমুখ। সবাইকে ফোন করে তাঁদের রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এ দিন ফোন করে মোদি সবার কাছে জানতে চান, এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে লকডাউনের কী অবস্থা। এর মধ্যেই দু’বার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন মোদি। সেখানে সব রাজ্যকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এ দিকে আগামী বুধবার করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। লকডাউনের নিয়ম মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক।