India & World UpdatesHappeningsBreaking News
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মনমোহন সিংFormer PM Dr. Manmohan Singh discharged from AIIMS
১২ মে : হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির এইমস হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় ৮৭ বছর বয়সী বর্ষীয়ান কংগ্রেস নেতাকে। মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল বলে জানিয়েছেন চিকিত্সকরা। গত রবিবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর হঠাত্ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কার্ডিও থোরাসিক বিভাগে রাখা হয়েছিল।
সোমবার এইমসের তরফে জানানো হয়, মনমোহন সিং-এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত দু’দিনে একাধিক পরীক্ষা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। নরসিংহ রাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তারপর ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁকে। তার পরের বছরই প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর।