India & World UpdatesHappeningsBreaking News
সবাই সুস্থ, নিউজিল্যান্ড করোনামুক্ত
All cured, New Zealand now corona free

৮ জুন: নতুন আক্রান্ত নেই। সুস্থ হয়ে উঠেছেন শেষ আক্রান্ত ব্যক্তিটিও। তাই দেশকে করোনামুক্ত ঘোষণা করল নিউজিল্যান্ড৷ সমস্ত অর্থনৈতিক কাজকর্ম পুরোদমে চালু হল বলে সোমবারই ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। আপাতত শুধু সীমান্ত বন্ধ রাখা ছাড়া সমস্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে। এমনকি সামাজিক দূরত্বের বিধিও মানার দরকার নেই বলে জানিয়ে দিয়েছে সরকার।