India & World UpdatesHappeningsBreaking News
শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্র-রাজ্যকে ১৫ দিন বেঁধে দিল সুপ্রিম কোর্ট
৫ জুন : দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে ১৫ দিনের সময় দিয়েছে। শুক্রবার প্রবাসী মজদুর সংক্রান্ত এক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এ দিন কেন্দ্র ও রাজ্য সরকারকে বলেছে, ‘এজন্য ১৫ দিনের সময় বেধে দেওয়া হল, যাতে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া শ্রমিকদের ঘরে পৌঁছানো সম্ভব হয়।’ এ দিকে, আদালত রাজ্য সরকারগুলোকে বলেছে, যে শ্রমিকরা ঘরে ফিরে যাচ্ছেন, তাদের জন্য জরুরি ভিত্তিতে রোজগারের ব্যবস্থা করতে হবে।
এ দিন শুনানির সময় কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে বলেছে, শ্রমিকদের ঘরে পৌঁছানোর জন্য ৩ জুন পর্যন্ত ৪২০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি মানুষকে তাদের নিজ নিজ বাসস্থানে পৌঁছানো হয়েছে।
অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে শ্রমিকদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না। ১৬৬৪টি শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে প্রায় ২১ লক্ষ ৬৯ হাজার শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। বিহার সরকারের পক্ষ থেকে বলা হয়, ২৮ লক্ষ লোক রাজ্যে ফিরে এসেছেন। এই লোকদের রোজগারের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে।