NE UpdatesHappeningsBreaking News

১৮ হাতির মৃত্যুতে তদন্ত কমিটি, নেতৃত্বে ডেপুটি কনজারভেটর
Forest Minister orders enquiry into the death of 18 elephants

ওয়েটুবরাক, ১৪ মেঃ নগাঁও জেলার কঠিয়াতলিতে ১৮টি বুনো হাতির মৃতদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি কনজারভেটর (পাবলিসিটি) কেকে দেওরি-কে ইনকোয়ারি অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। সঙ্গে থাকবেন নগাঁওয়ের জেলা পশু চিকিৎসা আধিকারিক, তিন সহকারী অধ্যাপক ডা. অভিজিৎ ডেকা, ডা. বিশ্বজিৎ দত্ত ও ডা. দুর্লভপ্রসাদ বরা, ফরেস্ট ভেটেরিনারি অফিসার ডা. বিশ্বজিৎ বরুয়া, বরজুরি স্থিত ডব্লুটিআইর ডেপুটি ডিরেক্টর ডা. ভাস্কর চৌধুরী এবং ডব্লুডব্লুএফ ইন্ডিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. পরীক্ষিৎ কাকতি।

তদন্তকারী অফিসার সবাইকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানকার জল এবং মাটি পরীক্ষার বন্দোবস্ত করবেন। কথা বলবেন ওই এলাকার মানুষের সঙ্গে। বিস্তৃত তদন্ত সেরে তদন্তকারী আধিকারিককে আগামী সাতদিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। পশুচিকিৎসকরা হাতির মৃতদেহের ময়না তদন্ত করিয়ে তাদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হবেন। তিনদিনের মধ্যে তাঁরা প্রাথমিক প্রতিবেদন জমা করবেন এবং চূড়ান্ত প্রতিবেদনের জন্য তাঁদের পনেরোদিনের সময় দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker