NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
টিকিট রাতে পৌঁছে যাবে, পরদিন বাসযাত্রা For inter-district travel, e-tickets to be sent at night, travel next day
২৪ এপ্রিল: আসামের ভেতরে এক জায়গা থেকে অন্যত্র বাসযাত্রার জন্য যারা মেলে বা ফোনে আবেদন করেছেন, শনিবার থেকে তিনদিন তাদের জন্য বাস চালাচ্ছে এএসটিসি৷ শনিবার যাদের টিকিট মঞ্জুর হয়েছে, শুক্রবার রাতে তা তাদের মোবাইলে পৌঁছে যাবে৷ এএসডিসির ম্যানেজিং ডিরেক্টর আনন্দপ্রকাশ তিওয়ারি এ কথা জানিয়েছেন৷ তিনি বলেন, একই ভাবে রবি ও সোমবারের যাত্রীদের ক্রমে শনি ও রবিবার রাতে টিকিট পৌঁছে দেওয়া হবে৷
তিনি সতর্ক করে দেন, মোবাইলে টিকিট না পাওয়া পর্যন্ত কেউ যেন ঘর থেকে না বেরোন৷ লকডাউনের মধ্যে টিকিটগুলিই বাস পর্যন্ত যাওয়ার পারমিট৷ কে কোন বাসে কখন কোথা থেকে উঠবেন, টিকিটেই উল্লেখ করা হবে৷ যাত্রীদের সে সব খেয়াল করে বেরোতে বললেন তিনি৷ জানিয়ে দেন, সবাইকে মাস্ক পরে যেতে হবে৷ সোশ্যাল ডিসট্যান্সিং মেনে দাঁড়াতে হবে৷ বাসযাত্রার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে৷
তিওয়ারি বলেন, ৫০ হাজারের বেশি মানুষ আবেদন করেছেন৷ সবাইকে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা চলছে৷ প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার যাত্রী পৌঁছানো হবে৷ প্রয়োজনে আরও একদিন বাড়ানোর জন্য সরকারের সঙ্গে বলবেন বলে জানিয়ে রাখেন তিনি৷
haripadadev631@gmail.com
E tiket required, Silchar to Karimganj, my private car,
Car no – AS 11 L 2020, ONLY my family members 2 person
If you have vehicle may apply https://cacharpass.clappia.com/dashboard.