Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে কোভিড টেস্ট করাতে নাম লেখাতে হবে মোবাইলেFor COVID test at SMCH, get your name enlisted via WhatsApp or call
Call or WhatsApp in 9678734294 between 10 am to 5 pm everyday
২৫ জুলাই: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট করানোর জন্য প্রচুর মানুষ প্রতিদিন কোভিড স্ক্রিনিং সেন্টারে জমায়েত হন। তাতে আগ্রহী মানুষদের যেমন দীর্ঘসময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, তেমনি মেডিক্যালের সংশ্লিষ্ট কর্মীদেরও কাজকর্মে সমস্যার সৃষ্টি হয়। এর চেয়ে বড় কথা, যে আশঙ্কায় তাঁরা পরীক্ষা করাতে যান, ভিড়ের দরুন সেই করোনাকে উল্টো আমন্ত্রণ করারই নামান্তর হয়ে দাঁড়ায়। তাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, এখন অহেতুক স্ক্রিনিং সেন্টারের সামনে গিয়ে ভিড় জমালে লাভ হবে না। নাম লেখাতে হবে মোবাইলে। সে জন্য কাউন্সেলর মিঠুন রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর মোবাইল নম্বরে (9678734294 –৯৬৭৮৭৩৪২৯৪) ফোন করে নাম লেখাতে হবে। তিনি ৫০ জনের একটি তালিকা তৈরি করে দেবেন। শুধু তাঁদেরই ডেকে বেলা ১১টা থেকে ১টার মধ্যে লালারস সংগ্রহ করা হবে।
মিঠুনবাবু জানিয়েছেন, যেহেতু ৫০জনেরই তালিকা তৈরি করে দিতে বলা হয়েছে, তাই যাদের অন্যান্য চিকিতসার দরুন কোভিড টেস্ট বাধ্যতামূলক বা কোনও জরুরি প্রয়োজনে টেস্ট করাতে হয়, তাঁরাই যেন মেডিক্যালের স্ক্রিনিংয়ের জন্য নাম লেখান। অন্যরা জেলা প্রশাসনের দেওয়া মোবাইল নম্বরে ফোন করলেই সাড়া পাবেন।
As such, the Medical College authorities have informed that there arises no reason for standing near the screening centre of SMCH unnecessarily. They will first have to get themselves enlisted in WhatsApp. For this, a mobile numbers was provided. Anybody willing to do swab test are to call this number 9678734294. On the basis of the calls & WhatsApp message, a list comprising of 50 persons would be prepared daily. It is then that the enlisted 50 persons will be called for collection of swab samples on a daily basis at SMCH from 11 AM to 1 PM.
The responsibility for enlisting 50 names daily has been entrusted upon Counsellor Mithun Roy. However, the swab testing for patients referred from SMCH will continue round the clock.