Barak UpdatesHappeningsBreaking News
পঞ্চায়েতের কাজের তথ্যফলক ভেঙে জখম ২ শিশু
ওয়ে টু বরাক, ২৮ মার্চ : পঞ্চায়েতের কাজের তথ্য ফলক ভেঙ্গে পড়ায় গুরুতর আহত হল দুই শিশু। এরমধ্যে একজনের অবস্থা সংকটজনক থাকার কারণে তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি সংঘটিত হয় করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকার ৬৮৬ নম্বর লোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
তথ্য ফলক ভেঙ্গে পড়ায় আহত হয়েছে স্থানীয় আব্দুল কাইয়ুম এর শিশুপুত্র আবির হোসেন এবং মোর্তজা হোসেনের কন্যা সন্তান শামীমা বেগম। সোমবার বিকেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু খাদ্য আনার জন্য গিয়েছিল গ্রামের বহু ছাত্রছাত্রী। বিদ্যালয়ের উন্নয়নের কাজের জন্য ফারমপাশা পঞ্চায়েতের বরাদ্দ অর্থের তথ্য ফলক লাগানো ছিল। আর সেই তথ্য ফলক ভেঙ্গে পড়ার কারণেই আহত হয় শিশু দুটি। ঘটনাকে কেন্দ্র করে নিলামবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার জন্য ফারমপাশা পঞ্চায়েতকে দোষারোপ করছেন এলাকার মানুষ।