India & World UpdatesHappeningsBreaking News

Flight laden with hydroxicloroqueen reaches America
আমেরিকায় পৌছল হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান

১২ এপ্রিল : করোনা আক্রান্তদের চিকিত্‍সার জন্য ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান পৌঁছল মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের প্রধান তরণজিত্‍ সিং সান্ধু ভারতীয় সময় রবিবার ভোরে বিমানবন্দরের ছবি টুইট করে এ খবর জানিয়েছেন।

Rananuj

গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দু’কোটি ৯০ লক্ষ ডোজ ওষুধ চেয়েছিলেন তিনি। সেই ফোনের কথোপকথন নিয়ে বিশেষ হইচই না হলেও তাঁর চব্বিশ ঘণ্টার মধ্যে কূটনৈতিক চাপানউতোর চরম পর্যায়ে পৌঁছয়। সেই সময়ে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা চলছিল। মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারতে তো ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা চলছে। সেক্ষেত্রে ওষুধ না এলে কী হবে? স্বভাবসিদ্ধ ঢঙে ট্রাম্প বলে বসেন, ‘ভারত ওষুধ না পাঠালে বদলা নেওয়া হবে।’ কাকতালীয়ভাবে তারপর দিনই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করে নয়াদিল্লি।

এ দিন মার্কিন মুলুকে ওষুধ পৌঁছনর পর তাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প সমর্থকরা। লিখেছেন, ‘পৃথিবীর দুই শ্রেষ্ঠ গণতন্ত্র এবং দুই দেশের রাষ্ট্রপ্রধান এক হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। মার্কিনীদের পাশে দাঁড়াতে ভারতের এই উদ্যোগকে স্বাগত।’ করোনা চিকিত্‍সায় হাইড্রক্সিক্লোরোকুইনকেই ওষুধ হিসেবে ব্যবহার করছেন চিকিত্‍সকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল বিভাগও তাতে অনুমতি দিয়েছে। হাইড্রক্সিক্লোরোকুইনের ৭০ শতাংশ উত্‍পাদন হয় ভারতে। তাই চাহিদাও প্রচুর। শুধু আমেরিকা নয়। ব্রাজিলেও এই ট্যাবলেট পাঠাচ্ছে ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker