NE UpdatesSportsBreaking News

Filmstar Suniel Setty attends Khelo India, gives message for drugs free life
খেলো ইন্ডিয়ায় অভিনেতা সুনীল শেট্টি, খেলোয়াড়দের নেশামুক্ত জীবনের বার্তা

১৪ জানুয়ারি : দেশে স্বচ্ছ সুষ্ঠু ও নেশামুক্ত দ্রব্য বর্জিত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ও বলিউড অভিনেতা সুনীল শেট্টি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া যুব ও ক্রীড়া সমারোহে অংশগ্রহণকারী খেলোয়াড়দের কোনও ধরনের নিষিদ্ধ দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে তাঁরা আহ্বান জানান।

বলিউড অভিনেতা সুনীল শেট্টি এ দিন গুয়াহাটিতে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের নেশাযুক্ত দ্রব্য ব্যবহার বিরোধী একটি জাতীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। বলিউড অভিনেতা এ দিন খেলায় নেশাযুক্ত দ্রব্য বর্জন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য একটি কর্মশালায়ও অংশগ্রহণ করেন। তিনি এ দিন বলেছেন, তৃতীয় খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া সমারোহ খেলোয়াড়দের প্রদর্শন তাঁকে অভিভূত করেছে। প্রচুর সংখ্যায় যুব খেলোয়াড়েরা অংশগ্রহণ করায় তিনি খুশি ব্যক্ত করেন।

এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী রিজিজু খেলোয়াড়দের কোনও ধরনের নেশাযুক্ত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকলে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ‘আমি সমস্ত খেলোয়াড়দের কোচ ও অভিভাবকদের উদ্দেশে বলছি যে, নিষিদ্ধ ড্রাগস থেকে যাতে খেলোয়াড়েরা দূরে থাকে, তা আপনাদের নিশ্চিত করতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে থাকতে হবে এবং তাদের চ্যাম্পিয়ন হতে হবে। এই অ্যাথলিটদের সাহায্য করার জন্য সরকার সবসময় পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker