Barak UpdatesBreaking News

মহিলা বুথে রওনা দিলেন ভোটকর্মীরা
Female poll parties for 10 booths set out on Mission Election

১৭ এপ্রিল : শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলচর বিধানসভা এলাকার মহিলা পরিচালিত ১০টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা বুধবার তাদের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন। এই কেন্দ্রগুলোতে নিরাপত্তা থেকে শুরু করে ভোটের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন মহিলারাই। নারীশক্তিকে জাগ্রত করার চিন্তাভাবনা থেকেই পরীক্ষামূলক এই পদক্ষেপ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। মহিলা ভোটকর্মীরাও প্রশাসনের এই ভাবনাচিন্তাকে স্বাগত জানিয়ে পূর্ণোদ্যমে কাজে নেমে পড়েছেন।

ওয়ে টু বরাক প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে একটি ভোটগ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার স্বরূপা ভট্টাচার্য জানালেন, এই কাজ করতে গিয়ে কোনও ভয়ভীতি বা ঝুঁকি তাদের মনে হচ্ছে না। বরং প্রত্যেকেরই প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে। সবাই এই কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। পোলিং অফিসারের দায়িত্ব পেয়ে আরেক ভোটকর্মী বললেন, প্রশাসন মহিলাদের এই গুরুদায়িত্ব দিয়েছেন, তারা অবশ্যই এই কাজ সঠিকভাবে পালন করবেন।

কাছাড়ে যে ১০টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেগুলোকে ‘পিংক পোলিং বুথ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ১০টি বুথে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, মাইক্রো অবজার্ভার ও নিরাপত্তা কর্মী সবাই মহিলা। সবগুলো বুথই রয়েছে শিলচর পুরসভা এলাকায়। এই বুথগুলো জিসি কলেজ, অধরচাঁদ স্কুল, দুর্গাশঙ্কর পাঠশালা, ছোটেলাল শেঠ স্কুল, তারাপুর গার্লস হাইস্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর, স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যালয়, কাছাড় হাইস্কুল, হলিক্রস স্কুল ও রাধামাধব স্কুল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker