Barak UpdatesBreaking News
বিপজ্জনক অবস্থায় ফাটক বাজারের জি ব্লক, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগFatak Bazar ‘G’ Block lying in risky position, merchants allege apathy of SMB Chairman
২৬ ডিসেম্বর : ফাটক বাজার ‘জি’ ব্লকের একটি ভবন বর্তমানে এক মারাত্মক ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে। যে কোনও দিন ভবনটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে শুধু ব্যবসায়ীদের জীবন হুমকির মুখে পড়বে তা নয়, ভবনটি ভেঙে পড়লে জখম হতে পারেন ক্রেতারাও। আসাম ভূ-কম্প প্রবণ অঞ্চল হওয়ায় এই ঝুঁকি এখানে আরও বেশি। বার বার বলা সত্ত্বেও শিলচর পুরসভার চেয়ারম্যান এ ব্যাপারে কর্ণপাতই করছেন না। শিলচর ফাটক বাজার জি ব্লকের ব্যবসায়ীরা বুধবার পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
বুধবার সকালে ব্যবসায়ীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুরো মিডিয়া টিমকে জি ব্লকে নিয়ে গিয়ে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, জি ব্লকের গ্রাউন্ড ফ্লোরটি ক্রমাগত ভেঙে চলেছে, আর এটি এজন্য যে, তাঁরা এই ভবনটির তৃতীয় তলে অবৈধ নির্মাণ করেছেন। তাঁরা বলেন, ‘আমরা এ ব্যাপারে একের পর এক পুরপতিকে অবহিত করেছি, কিন্তু তিনি একবারও আমাদের আবেদনে সাড়া দেননি।‘ তাঁরা আরও অভিযোগ করেন, তৃতীয় তলটি নির্মাণ করার সময় একেবারে সাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো মানা হয়নি। তৃতীয় তলের নির্মাণের সময় উপরে অনেক বেশি ওজন হয়ে গেছে, যার কারণে উপরের বেশি চাপের ফলে গ্রাউন্ড ফ্লোরের নির্মাণ ক্রমশ ভেঙে পড়ছে।
ব্যবসায়ীরা বাজার কমিটির সম্পাদক শ্যামল দাসের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেছেন, তিনি তাদের এই প্রয়োজনীয় দাবিগুলোও কানে তোলেননি। তাঁরা অভিযোগে আরও বলেন, পুরপতি ঠাকুর বাজার কমিটির সম্পাদক পদে রদবদল ঘটিয়েছেন। এখানে তিনি তাঁর ঘনিষ্ঠ ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার শ্যামল দাসকে নিয়ে এসেছেন। ব্যবসায়ীরা বলেছেন, তাঁরা শ্যামল দাসের কাছেও এই অভিযোগ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি বার বারই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। প্রথমবার বলেছে, ১০ দিনের মধ্যে ঠিক হবে, পরের বার সময় নিয়েছেন ৩-৪ দিন। কিন্তু এ পর্যন্ত তিনি এ ব্যাপারে কিছুই করেননি।
তাঁরা এও বলেন, এই জি ব্লকের নালাগুলো পরিষ্কার হয়নি, ফলে বৃষ্টির দিনে এখানে জল জমে যায়। এ কথাও বাজার সম্পাদককে জানানো হয়েছিল, তখনও তিনি বলেছেন, দু-এক দিনের মধ্যে কাজ করে দেবেন। কিন্তু আসল বিষয়টি হল, নালাগুলো এখনও সংস্কারহীন অবস্থায়ই পড়ে রয়েছে।
তাঁরা এই পরিস্থিতির সুরাহা চেয়ে এ বার কাছাড়ের জেলাশাসকের শরণাপন্ন হয়েছেন। তাঁরা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যুদ্ধকালীন ততপরতায় এই কাজে হাত না দিলে যেকোনও দিন দুর্ঘটনায় হাজার মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। জেলাশাসককে ভবনটি সশরীরে এসে পরিদর্শন করে পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা।
December 26: The building of Fatak Bazar ‘G’ Block is lying in a dilapidated condition. Any day a major mishap may occur which will cost the lives of not only the merchants but also the customers. Such an accident is not unlikely given the matter that Assam is in an earthquake prone zone. Inspite of repeated appeals, the Chairman of Silchar Municipal Board has turned a deaf ear to their situation. This was alleged by the merchants of Fatak Bazar (‘G’ Block), Silchar.
While speaking to media on Wednesday morning, the merchants took the media team along the ‘G’ Block and showed the dangerous situation in which the building is lying at present. They alleged that the ground floor of ‘G’ Block is gradually breaking and for this they held the ‘illegal construction’ of the 3rd floor in this building. They said, “We have informed this to the Chairman of Silchar Municipality time and again, but he has not responded to our appeal.” They further alleged that in constructing the third floor, the basic engineering mechanisms were also ignored. So much weight has been put in the RCC construction of third floor that the pressure is causing huge damage to the ground floor of the building.
They also showered anger upon the inactivity of Shaymal Das, Secretary of Bazar Committee for not listening to any of their genuine grievances. They alleged that Niharendra Narayan Thakur, Chairman of Silchar Municipal Board changed the Secretary of the Bazar Committee and ‘installed his close aide Shayamal Das, Ward Commissioner of Ward No.7 in the post.’ According to the merchants, they also approached Shyamal Das with this problem. But he to gave ‘false assurances of looking into this matter, sometimes within 10 days and other time within 3/4 days, but till date they have done just absolutely nothing.’
They even alleged that the drains of their block are not cleaned which results in water logging during rainy season. They said that this matter was also brought to the notice of Shyamal Das but no action was taken by him although he assured to get the drains cleaned within a day or two.
They appealed to the Deputy Commissioner to look into this matter on a war footing or else a major accident could occur any day which may take a toll of atleast thousand lives. They urged upon the Deputy Commissioner to take physical stock of the situation and make necessary arrangements so that a major mishap could be averted.