India & World UpdatesBreaking News
আত্মহত্যার অনুমতি চেয়ে মোদিকে চিঠি কৃষকেরFarmer writes to PM Modi & seeks his approval for suicide
১৭ জুন : জীবন ধারণে এলাকায় ন্যূনতম বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইলেন এক কৃষক। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘জলের অভাব সহ্য করতে পারছি না। জল ফুটিয়ে খাওয়ার সামর্থ নেই। তিন মেয়েকে নিয়ে মরতে চাই আমি।’
এখানে জলের অভাব বহুদিন ধরেই। খাবার জলে লবণের পরিমাণ এতই বেশি যে সেই জল খাওয়ার অযোগ্য। জল লবণাক্ত হওয়ার কারণে চাষাবাদের কাজেও ব্যবহার করা যায় না। স্থানীয় প্রশাসনকে বহুবার এ বিষয়ে অবগত করেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে যোগী সরকারের ওপর একরকম আস্থা হারিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠিতে আত্মহত্যার অনুমতি চাইলেন উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ। ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌছে দেওয়ার প্রকল্প ২০২৪ সালে শেষ হবে, কিছুদিন আগেই নীতি আয়োগের মিটিং–এ এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পাঁচ বছর জলের অভাবে কীভাবে বাঁচবেন, এই ভেবেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক।