NE UpdatesBarak UpdatesCultureBreaking News

হাতের জিনিসঃ সেপ্টেম্বরে শিলচরে দুদিনের প্রদর্শনী, প্রতিযোগিতা
Exhibition cum Competition of hand made eco-friendly products by Northeast India Company

৮ আগস্টঃ হাতের জিনিস তৈরিতে উতসাহ বাড়াতে শিলচরে দুদিনের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছে নর্থইস্ট ইন্ডিয়া কোম্পানি। পুরো কর্মসূচির নাম রাখা হয়েছে ‘কারু’। তাতে দেশ-বিদেশের শিল্পীরা যোগ দিলেও আয়োজকরা উত্তর-পূর্বের হস্তশিল্পীদের যোগদানের ওপরই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যে কেউ তাঁর হাতে তৈরি জিনিস নিয়ে ‘কারু’তে অংশ নিতে পারেন। বিক্রিও করতে পারবেন।

নর্থইস্ট ইন্ডিয়া কোম্পানির শীর্ষকর্তা অর্জুন চৌধুরী জানান, তিনটি ক্যাটাগরিতে এই প্রদর্শনী হবে। হ্যান্ডিক্রাফ্টস, টেক্সটাইল এবং ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডেকোরেটিং। প্রত্যেক ক্যাটাগরির সেরা বাছাইকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগামী ১৮-১৯ সেপ্টেম্বর শিলচরের ইলোরা হেরিটেজে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাতে অংশ নেওয়ার জন্য এ পর্যন্ত বাংলাদেশ, কলকাতা ও জব্বলপুর থেকে প্রতিযোগীরা যোগাযোগ করেছেন। কারা কারা আসছেন, তা চূড়ান্ত হওয়ার পর একটি ক্যাটালগ তৈরি করা হবে। তাতে ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষের সুবিধে হবে।

‘কারু’তে যোগদানের শর্তাবলী উল্লেখ অর্জুনবাবু বলেন, প্রথমত প্রতিযোগীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ১৮ এবং ১৯ সেপ্টেম্বর প্রতিযোগীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। প্রতিযোগিতার জন্য শিল্পকর্ম তৈরিতে ব্যবহৃত সমস্ত সামগ্রী পরিবেশবান্ধব হতে হবে। প্রবেশমূল্য ৫০০ টাকা।

তাঁর কথায়, এই অঞ্চলের কারুভাবনাকে তুলে ধরাই তাঁদের মুখ্য লক্ষ্য। একে টিঁকিয়ে রাখতে হবে। নইলে স্থানীয় কারু ও হস্তশিল্পীদের সমস্যা বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker