NE UpdatesHappeningsBreaking News
স্কুল-কলেজ খুললেও ছাত্রছাত্রীরা যাবে রোটেশনে, বললেন হিমন্তEven if schools & colleges reopen, students will go by rotation: Himanta
২৭ মেঃ স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা ভাবছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ১৫ জুন পর্যন্ত তিনি সরকারি কোয়রান্টাইনগুলিকে চালিয়ে নিয়ে যেতে চান। এর পরই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জীবাণুমুক্ত করে পাঠদান শুরু হবে। তিনি বলেন, তবে ছাত্রদের আগের মত সপ্তাহে পাঁচদিন, ছয়দিন স্কুলে আসতে হবে না। চালু হবে রোটেশন প্রথা। সামাজিক দূরত্বের কথা খেয়াল রেখে স্কুল প্রতিদিন চললেও একজন ছাত্র সপ্তাহে তিনদিন ক্লাশ করবে। কারা কবে ক্লশ করবে, সরকারি নির্দেশিকা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ তা চূড়ান্ত করবে।
মল খোলার ব্যাপারেও তাঁর সায় রয়েছে। পাশাপাশি, এ কথাও শুনিয়ে দেন, সামাজিক সংক্রমণ শুরু হলে সঙ্গে সঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মলগুলি বন্ধ করা হবে। তবে ঠিক কবে নাগাদ এগুলি খোলা হবে, তা এ দিন স্পষ্ট করেননি মন্ত্রী শর্মা।