Barak UpdatesHappeningsBreaking News

লকডাউনে ‘এসো বলি’র ফেসবুক অনুষ্ঠান
‘Esho Boli’ starts Facebook Programme during lockdown

১৫ এপ্রিলঃ লকডাউনের সময়ে ‘এসো বলি’ তাদের ফেসবুক পেজে আয়োজন করে চলেছে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি৷ প্রথমে রেকর্ডিং করে পরে তা ফেসবুকে আপলোড করা হচ্ছে । এরই মধ্যে এই বিশেষ কর্মসূচি বেশ সাড়া ফেলেছে৷ পরিচালনায় রয়েছেন সংগঠনটির সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত। সঙ্গে সংস্থার সাংস্কৃতিক আহ্বায়ক শ্বেতা রায়। নাচ, গান, আবৃত্তি— সকলের পারফরম্যান্সের একটাই বিষয় করোনা ও এর দ্বারা উদ্ভব হওয়া সাম্প্রতিক পরিস্থিতি।

এরই মধ্যে এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেছেন অধিষ্ঠিতা শর্মা ও নিরূপম শর্মা চৌধুরী । আবৃত্তিতে অংশ নিয়েছেন গ্রন্থিতা গোস্বামী ও দিশা দাস। নাচলেন দেবস্মিতা বিশ্বাস ও নেহা চক্রবর্তী। বৈশাখী সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে বর্ষবরণ করেন শ্বেতা রায়। গানের তালে ছবি আঁকা পর্বে গাইলেন জয়দীপ ঘোষ এবং রংতুলি দিয়ে ছবি এঁকে করোনা সঙ্কটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান অঙ্কিত দাস।  ওজস্বিনী দেব পরিবেশন করেন যোগব্যায়াম।

সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, প্রচুর দর্শক এই শো দেখছেন।  তাই তাঁরা তা অব্যাহত রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker