Barak UpdatesHappeningsBreaking News
লকডাউনে ‘এসো বলি’র ফেসবুক অনুষ্ঠান‘Esho Boli’ starts Facebook Programme during lockdown
১৫ এপ্রিলঃ লকডাউনের সময়ে ‘এসো বলি’ তাদের ফেসবুক পেজে আয়োজন করে চলেছে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি৷ প্রথমে রেকর্ডিং করে পরে তা ফেসবুকে আপলোড করা হচ্ছে । এরই মধ্যে এই বিশেষ কর্মসূচি বেশ সাড়া ফেলেছে৷ পরিচালনায় রয়েছেন সংগঠনটির সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত। সঙ্গে সংস্থার সাংস্কৃতিক আহ্বায়ক শ্বেতা রায়। নাচ, গান, আবৃত্তি— সকলের পারফরম্যান্সের একটাই বিষয় করোনা ও এর দ্বারা উদ্ভব হওয়া সাম্প্রতিক পরিস্থিতি।
এরই মধ্যে এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেছেন অধিষ্ঠিতা শর্মা ও নিরূপম শর্মা চৌধুরী । আবৃত্তিতে অংশ নিয়েছেন গ্রন্থিতা গোস্বামী ও দিশা দাস। নাচলেন দেবস্মিতা বিশ্বাস ও নেহা চক্রবর্তী। বৈশাখী সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে বর্ষবরণ করেন শ্বেতা রায়। গানের তালে ছবি আঁকা পর্বে গাইলেন জয়দীপ ঘোষ এবং রংতুলি দিয়ে ছবি এঁকে করোনা সঙ্কটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান অঙ্কিত দাস। ওজস্বিনী দেব পরিবেশন করেন যোগব্যায়াম।
সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, প্রচুর দর্শক এই শো দেখছেন। তাই তাঁরা তা অব্যাহত রাখবেন।