Barak UpdatesHappeningsBreaking News
কর্মচারীদের দিয়েই ঊন্নয়নের কাজ হয় : কবীন্দ্রEmployees help in all works of development: Kabindra
২ মার্চ : একটি সরকারের বড় অংশ হলেন কর্মচারীরা। কারণ সব উন্নয়নমূলক কাজ এই কর্মচারীদের উপরই নির্ভর করে। তারাই জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসেন। শিলচর জেলা কর্মচারী পরিষদের ২৮তম বার্ষিক সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে ভাষণ প্রসঙ্গে এ কথা বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সম্মেলনের সূচনা হয়। মুখ্য অতিথি ছাড়াও এ দিন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব ডাঃ সুদীপজ্যোতি দাস, কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির দুই পর্যবেক্ষক তাপয়েন্দ্র দেব, বিভাস পুরকায়স্থ প্রমুখ। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ দাস বলেছেন, কর্মচারীদের সহযোগিতা ছাড়া সরকারের কোনও প্রকল্প বাস্তবায়ন হওয়ার নয়। এজন্য কর্মচারীদের অভাব-অভিযোগ দ্রুত মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেন।
প্রকাশ্য সভার পর সংস্থার পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণেন্দু রায়, সাধারণ সম্পাদক হয়েছেন সুদীপ ভট্টাচার্য। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিরা তাদের সমস্যা ও দাবি তুলে ধরেন। এরমধ্যে কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া, শূন্যপদ পূরণ করা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য ছিল।