Barak UpdatesHappeningsBreaking News
কর্মচারী পজিটিভ, জানিগঞ্জের ভারত হার্ডওয়ার সিলEmployee positive, Bharat Hardware at Janiganj sealed
৩ জুলাইঃ প্রথমে সুপ্রীতি পাল৷ পরদিন তাঁর তিন ছেলেও পজিটিভ৷ তাঁদের একজন আবার শিলচর জানিগঞ্জের ভারত হার্ডওয়ারের কর্মচারী৷ ধরা পড়ার আগে পর্যন্ত সেখানে কাজ করছিলেন তিনি৷ তাই কাছাড় জেলা প্রশাসন শুক্রবার ভারত হার্ডওয়ার সিল করে দিয়েছে৷
জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, উত্তরে রামকৃষ্ণ এজেন্সি, দক্ষিণে পাল ব্রাদার্স হার্ডওয়ার মার্চেন্ট, পূর্বে পূর্ত সড়ক এবং পশ্চিমে রহমাননগর টি এস্টেট বিল্ডিংয়ের মধ্যবর্তী অংশকে সতর্কতামূলক কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় কেউ ঢুকতে পারবেন না, সেখান থেকে কেউ বেরোতেও পারবেন না।
ওই দোকানকর্মীর সংস্পর্শে আসা সকলকে লালারস পরীক্ষা করিয়ে নিতে বলেছেন জেলাশাসক জল্লি। সুপ্রীতি পালের রংপুর আঙ্গারজুরের বাড়িটিকেও কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে৷ একইভাবে কন্টেনমেন্ট জোন হয়েছে ডা. অরিনা রাহার বাড়িটিও৷ এর চতুর্সীমা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরে জিসি কলেজের বিল্ডিং, দক্ষিণে অন্তু দেবের বাড়ি, পূর্বে শ্যামলবরণ দাসের বাসভবন এবং পশ্চিমে জিসি কলেজ ক্যাম্পাস রোড৷