Barak UpdatesHappeningsBreaking News
পত্রিকা হকারদের সাহায্যে এগিয়ে গেলেন হাইলাকান্দির বিশিষ্টজনেরাEminent persons stand besides the Newspaper hawkers of Hailakandi
২৪ এপ্রিল: পত্রিকা হকারদের পাশে দাঁড়ালেন হাইলাকান্দির বিশিষ্টজনেরা। লকডাউনের ফলে পত্রিকা বিক্রি বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন তারা। অনেকের এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়৷ এখন তাদের অবস্থা আরও করুণ। এই সময়ে শহরের কয়েকজন মিলে হাইলালান্দির পত্রিকা বিক্রেতাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন । শুক্রবার তাদের হাতে তুলে দেন গ্লাভস, মাস্ক, সাবান, চাল, ডাল, আলু, বিস্কুট, তেল ইত্যাদি।
মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা বিষয়ক ওএসডি শেখর দে-র উদ্যোগে এবং হাইলাকান্দির কয়েকজন সাংবাদিকের তৎপরতায় একতা এনজিও, সাংস্কৃতিক সংস্থা ড্রিমস ও রোটারি ক্লাবের কর্মকর্তারা সম্মিলিতভাবে পত্রিকা হকারদের সাহায্য করেন৷ এদিন বিকালে হাইলাকান্দি শহরের শহিদবেদীর সামনে অনানুষ্ঠানিকভাবে এইসব সমগ্রী হকারদের হাতে তুলে দেন ওএসডি শেখর দে, হাইলাকান্দির পুলিশ সুপার পিকে নাথ, ড্রিমস সভাপতি গৌতম গুপ্ত, রোটারি ক্লাবের কর্মকর্তা শঙ্কর চৌধুরী, হাইলাকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি অমিতরঞ্জন দাস, সমাজসেবী রাজু চৌধুরী এবং আইনজীবী পৃথ্বীশ দাস। শেখর দে এবং পিকে নাথ এই কাজে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান৷