Barak UpdatesBreaking News

মালুগ্রাম থানা রোডে মোবাইল টাওয়ার নিয়ে আতঙ্কিত বাসিন্দারা, সরানোর দাবি
Residents tensed with a mobile tower at Malugram Thana Road, raises demand to remove it

৩ মে : একেবারে জনবসতিপূর্ণ এলাকায় বিশাল একটি মোবাইল টাওয়ার। গত ৮-১০ বছর ধরেই এই টাওয়ার ঘিরে এলাকার বাসিন্দাদের আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। এ বার ঘূর্ণিঝড় ফণী প্রচণ্ড জোরে আছড়ে পড়লে এই টাওয়ার টিকে থাকবে কি না বলা মুশকিল।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার বলেও যখন কাজ হচ্ছে না, তখন শিলচর মালুগ্রাম থানা রোডের অম্বর লেন ও বড়লস্কর লেনের বাসিন্দারা শুক্রবার সাংবাদিকদের ডেকে এই মোবাইল টাওয়ার নিয়ে তাঁদের আতঙ্কের কথা জানালেন। ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, এই টাওয়ারটি প্রাক্তন মন্ত্রী শহিদুল আলম চৌধুরীর বাড়িতে বসানো হয়েছিল বেশ কয়েক বছর আগেই। শুরু থেকেই বাসিন্দারা এ নিয়ে তাদের আপত্তির কথা মৌখিকভাবে প্রশাসনকে জানিয়ে আসছেন। কিন্তু এতে কোনও কাজ না হওয়ায় ২০১৬ সাল থেকে কয়েকবার লিখিতভাবেও স্থানীয় জনগণ জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন। এর প্রেক্ষিতে বিভাগীয় তরফে তদন্ত হয়েছে। তবে এর পর এলাকার বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে আর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এখন বাড়ি মালিক আর জীবিত নেই। একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করছেন। এলাকাবাসী অভিযোগ করেন, তাদের সন্দেহ অনুযায়ী এই টাওয়ারের বেস দুর্বল হয়ে পড়েছে। এখন ফণীর মতো প্রবল বাতাসের ঝাপটা এই টাওয়ার সহ্য করতে পারবে কি না সন্দেহ রয়েছে। আতঙ্কিত হয়ে তাঁরা বলেছেন, এটি কোনও কারণে উপড়ে পড়লে জীবন সম্পত্তির ক্ষতি হবে। সে সময় এর দায় প্রশাসনকেই নিতে হবে। তাছাড়া টাওয়ার থেকে বেরনো রশ্মি শরীরের পক্ষেও ক্ষতিকারক। এমন পরিস্থিতিতেও এটিকে সরানোর কোনও তোড়জোড় নেই। সব মিলিয়ে এই টাওয়ারটি নিয়ে এখন অসহায় অবস্থার মধ্যেই দিন কাটছে মালুগ্রাম থানা রোডের বাসিন্দাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker