NE UpdatesHappeningsBreaking News

বীরেন সিংহকে অপসারণের দাবিতে সর্বদলীয় বৈঠকে এককাট্টা বিরোধীরা

ওয়েটুবরাক, ২৫ জুন : অশান্ত মণিপুরের পরিস্থিতি নিয়ে ২৪ জুন দিল্লিতে সর্বদলীয় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে যোগ দিয়ে মণিপুর নিয়ে কেন্দ্রের অবস্থানের প্রেক্ষিতে নানা প্রশ্ন তোলেন বিরোধী নেতৃবৃন্দ৷

মণিপুরে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের দাবিতে সোচ্চার হন সবাই। এ ব্যাপারে প্রথম আওয়াজ তোলে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। সেই সুরে গলা মিলিয়ে সরব হয় তৃণমূল সমেত একাধিক বিরোধী দল৷

অমিত শাহ আহূত ওই বৈঠকে ছিলেন কংগ্রেস, আপ, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সদস্যরা। উপস্থিত ছিলেন আরজেডি, বিজেডি নেতা-নেত্রীরা। সেখানেই একাকাট্টা বিরোধী গোষ্ঠী দাবি করে, মণিপুরের প্রশাসনিক প্রধানের পদ থেকে সরানো হোক এন বীরেন সিংকে। এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা অমিত শাহ, সকলকে অনুরোধ করেন বীরেন সিংয়ের ওপর আস্থা রাখতে।

এদিকে, মেইতেই ও কুকি জনজাতির সংঘাত ঘিরে এখনও অশান্ত মণিপুর। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর করার পরও পরিস্থিতি পাল্টায়নি। গত কয়েক সপ্তাহ ধরে সর্বদলীয় বৈঠকের দাবিতে সরব হয় বিরোধীরা। এরপরই এই বৈঠক সম্পন্ন হয়েছে দিল্লিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker