Barak UpdatesHappeningsBreaking News

ব্লকে ব্লকে হবে করোনা টেস্ট
Eight COVID screening centres set up at block level in Cachar

22 জুলাইঃ করোনা টেস্টের জন্য কাছাড় জেলায় অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু দূর-দূরান্ত থেকে আসার জন্য টেস্ট করতেও গিয়েও ঝুঁকি বাড়ছে। তাই টেস্টের জন্য সবাইকে যেন শিলচরে ছুটে আসতে না হয়, সে জন্য কাছাড় জেলা প্রশাসন ব্লকে ব্লকে কোভিড টেস্টিং সেন্টার চালু করছে।

Rananuj

ওইসব টেস্টিং সেন্টারে মূলত রেপিড অ্যান্টিজেন টেস্ট হবে। তাতে পজিটিভ ধরা পড়লে সঙ্গে সঙ্গে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হবে। নেগেটিভ স্যাম্পলগুলি আরটিপিসিআর-এ ফের পরীক্ষা করে দেখা হবে। এর রিপোর্ট না জানা পর্যন্ত রেপিডে নেগেটিভ হলেও ঘরবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইনফ্লুয়েঞ্জার মত উপসর্গ থাকলেও ওই সব সেন্টারে কোভিড টেস্ট করানো যাবে। এই সেন্টারগুলি হল হরিনা, দিগরখাল, ঠালিগ্রাম, দিগর ফুলেরতল, দর্মিখাল, শিবটিলা ও রাজনগর। এই মাল্টি-পারপাস হেলথ সেন্টারগুলি ছাড়াও কোভিড টেস্ট হবে জয়পুরের রামচন্দ্র বর্মন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলেও।

July 22: With a view to minimising the risk of infection of people travelling from home to the Silchar Medical College and Hospital (SMC&H) for swab testing, the Cachar district administration has opened eight numbers of COVID screening centres at block level.

In an order issued to this effect on Tuesday, Deputy Commissioner cum Chairperson District Health Society, Keerthi Jalli said to minimise the chances of people getting infected with COVID-19 disease while travelling from home to SMC&H for swab tests, the administration has opened COVID screening camps at block level. “The latest move by the administration is to avoid people getting afflicted with novel coronavirus while travelling to SMC&H for swab sample tests and to provide more accessibility to them to have their swab samples tested near their homes vis-a-vis at the block level itself, ” said Jalli.

The Deputy Commissioner directed the concerned authorities to ensure proper arrangements at the screening centres and to maintain strict hygiene. The order stated that those whose swab results tested positive through Rapid Antigen Test would be shifted to a hospital or COVID Care Centre and those whose outcome is negative, their swab samples would be sent for RTPCR and they have to remain under strict home quarantine till their results are out.

The order also stated that swab samples of suspected cases referred by government hospitals and SARI/ILI cases would also be tested at the screening centres. The COVID screening centres have come up at Harina MPHC, Digorkhal MPHC, Thaligram MPHC, Diger Fulertal SHC, Darmikhal MPHC, Ram Chandra Barman Public HS School, Joypur, Shibtilla MPHC, and Rajnagar MPHC. The screening centres will remain open from 11 am to 2 pm throughout the week, the order stated.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker