India & World UpdatesAnalyticsBreaking News

করোনার জেরে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর বাতিল
PM Modi cancels Bangladesh visit due to Coronavirus

৯ মার্চ : বাংলাদেশ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি। করোনা আতঙ্কে ইতিমধ্যে বিশ্বজুড়ে একের পর এক আন্তর্জাতিক অনুষ্ঠান বাতিল হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরও। করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার কারণেই বাংলাদেশ সফর বাতিল করেন নরেন্দ্র মোদি। বাংলাদেশে দু’দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণেই অনুষ্ঠান বাতিল করে দেয় বাংলাদেশ। আর তারপরই মোদির সফরও বাতিল করা হয়।

করোনা সংক্রমণ ছড়িয়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনা সরকার বাংলাদেশের শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান বাতিল করে দেয়। মূল অনুষ্ঠানটি বাতিল হওয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরেও ধোঁয়াশা তৈরি হয় সোমবার সকালে। এর আগে মুজিববর্ষ পালনের উদ্যোগী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতেও অনুরোধ করা হয় তাঁকে। এরমধ্যেই তিনজন করোনা আক্রান্তের খোঁজ মেলে। তার জেরেই শেষপর্যন্ত বাতিল হয়ে যায় মোদির সফর। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, রোগীদের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা। বয়স ২০-৩৫ এর মধ্যে। এদের মধ্যে দু’জন দিন কয়েক আগেই ইতালি থেকে ফিরেছেন। তৃতীয়জন এক আক্রান্তের আত্মীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker