India & World UpdatesBreaking News

ভোররাতে কেঁপে উঠল আন্দামানের মাটি
Earthquake rocks Andaman on Tuesday early morning

১৮ জুনঃ মঙ্গলবার ভোরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভোর চারটের কিছু সময় আগে কেঁপে ওঠে আন্দামানের মাটি। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর তিনটে ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। এর আগে সোমবার ভয়াবহ কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়াতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। পূর্ব ইন্দোনেশিয়ায় ছিল এই কম্পনের উৎস৷ টিমোর দ্বীপের কুপাং শহরের ১৩৩ কিমি উত্তর পশ্চিমে ছিল এই কম্পনের উৎসস্থল৷ তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি৷ ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায় এই তথ্য৷

Rananuj

শনিবারও গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড৷ কম্পনের মাত্রা ছিল ৭.২৷ এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়৷ গভীর রাতে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জের মাটি দুলে ওঠে৷ প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, কম্পনের উৎসস্থল ছিল ১০০ কিমি গভীরে৷ ফলে ৩০০ কিমি পরিধির মধ্যে সুনামি হতে পারে৷ এই ৩০০ কিমির মধ্যে পড়ছে নিউজিল্যান্ড, আমেরিকা, সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড ইত্যাদি৷ এদিকে কম্পনের পর নিউজিল্যান্ড প্রশাসনের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়৷ উপকূল এলাকা থেকে বাসিন্দদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker