NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে ভূ-কম্প, রিখটার স্কেলে মাত্রা ৫Earthquake measuring 5 in Richter scale rocks Mizoram
১৮ জুন : ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। মিজোরামের চাম্পাই থেকে ৯৮ কিমি দক্ষিণপূর্বে সন্ধে ৭টা ২৯ মিনিটে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। এ দিকে, বৃহস্পতিবার সকালেই ফের ভূমিকম্প হয় দিল্লিতে। কম্পন অনুভূত হয় রোহতক সহ হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়। ভোর ৪টা ১৮ মিনিটে অতি কম মাত্রার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রোহতাক থেকে ১৫ কিমি পূর্ব-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীর ছিল কম্পনের কেন্দ্রস্থল। তবে কম মাত্রার কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
একের পর এক কম্পনের জেরে হরিয়ানা, দিল্লিতে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে মুম্বই। যদিও ভূমিকম্পের তীব্রতা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৫। মুম্বই থেকে ১০৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উত্সস্থল ছিল।