Barak UpdatesHappenings
ড্রাগস কেড়ে নিল আরও এক তরুণের প্রাণDrugs snatched away life of a youth
৯ নভেম্বর : নেশামুক্তি কেন্দ্রে গিয়ে সুস্থ হয়ে ফিরেও শেষরক্ষা হল না। নেশার কবলেই প্রাণ দিতে হয়েছে এক তরুণকে। এই মৃত্যুর জন্য তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মৃতের পরিবারের লোকেরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উধারবন্দ বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার মৃতদেহের ময়না তদন্তের পর তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
মৃত তরুণ উধারবন্দ এলাকার বাসিন্দা আকুল সাহার ছেলে অয়ন সাহা (১৭)। তার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। এই কয়েকদিন সে সেখানেই ছিল। এতে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে। কালীপূজার সময় সে বাড়িতে আসে।
এদিকে, নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে আসার পর বন্ধুবান্ধব তার সঙ্গে দেখা করতে শুরু করে। কয়েকজনের সঙ্গে সে বাড়ি থেকেও বেরোয়। আর এতেই বিপত্তি বেঁধে যায়। মৃত অয়নের পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, কয়েকজন বন্ধু তাকে পুনরায় নেশার জগতে নিয়ে যেতে উঠেপড়ে লেগে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিন বন্ধু অয়নকে ফোন করে বলে অভিযোগ। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাত দশটা নাগাদ পরিবারের লোকজন উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অয়নের মৃতদেহ দেখতে পান। পরিবারের লোকেদের স্পষ্ট অভিযোগ, ওই তিন বন্ধু স্কুটি করে তাকে ঘর থেকে নিয়ে গিয়েছিল। বাইরে নিয়ে অয়নকে তারা ড্রাগস সেবন করায়। আর এতেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর উধারবন্দের মানুষ এলাকায় নেশাজাতীয় সামগ্রীর রমরমা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন। প্রকাশ্য রাস্তায় অসামাজিক কার্যকলাপ বাড়লেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে তারা অভিযোগ আনেন। জনগণ ড্রাগস সেবনের বিরুদ্ধে পুলিশকে আরও তৎপর হতে দাবি জানান।