Barak UpdatesIndia & World UpdatesBreaking News

আমার ডাক্তার ছিলেন তিনি, আমার সন্তানেরও, একই কথা শ্মশানে

২৩ ফেব্রুয়ারি: চন্দ্রশেখর দাস আমারও চিকিৎসক ছিলেন৷ আমার ছেলেমেয়েদেরও তিনিই ভালো রেখেছেন৷ শিলচর শ্মশানে রবিবার এমন কথা মুখে মুখে শোনা যায়৷ প্রতিষ্ঠিতজনেরা যেমন বলাবলি করছিলেন, তেমনি একই কারণে শুধু একবার শেষশ্রদ্ধা জানাতে কত সাধারণ মানুষ যে অন্ত্যেষ্টির সময় উপস্থিত ছিলেন! একইভাবে দেখা গিয়েছে মায়েদের ব্যাপক উপস্থিতি৷ সাধারণত, কারও শেষযাত্রায় মহিলারা অংশ নেন না৷ কখনও দু-চারজন মহিলাকে মৃতদেহ নিয়ে মিছিলে দেখা গেলেও শ্মশানে তারা ঢোকেন না৷ এ দিন কিন্তু প্রচুর মায়েরা শ্মশানের ভেতরে ছড়িয়ে ছিলেন৷ অম্বিকাপট্টির বাড়ি থেকে রামকৃষ্ণ মিশন, নারী শিক্ষাশ্রম, রোটারি ক্লাব হয়ে শ্মশানঘাট—পুরো রাস্তা তাঁরা হেঁটেছেন৷ ডাক্তারবাবুকে নিয়ে মিছিল যত এগিয়েছে, মানুষের সংখ্যা তত বেড়েছে৷ শ্মশানেও প্রচুর মানুষ গিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানান৷

Rananuj

পুরসভার সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, উপসভাপতি চামেলী পাল দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন৷ গিয়েছিলেন সাংসদ ডা. রাজদীপ রায়, ডিএসএ সভাপতি বাবুল হোড়, কণাদ পুরকায়স্থ, মিত্রা রায়, বীরব্রত রায়, অলক কর, রাজেশ দাস, সুজন দত্ত, পার্থরঞ্জন চক্রবর্তী, মৃদুল মজুমদার, অসমঞ্জ বিশ্বাস, দিবা রায় প্রমুখ৷ শহরের প্রতিষ্ঠিত চিকিৎসকরা তো ছিলেনই৷

 

পুত্র কুমারদীপের সঙ্গে মুখাগ্নি করেন কন্যা লোপামুদ্রা, ভাগ্নে ডা. সুমিত দাসও৷ চোখের জলে সবাই চিরবিদায় দেন ডা. চন্দ্রশেখর দাসকে৷

Also Read: Dr. Chandrasekhar Das is dead, Long Live Dr. Chandrasekhar Das,! writes Sudarshan Gupta

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker