Barak UpdatesHappeningsBreaking News

দ্বৈপায়নের রি-ইনফেকশন নয়, রি-অ্যাক্টিভেট হয়েছে, বললেন ভাস্কর গুপ্ত
Dr. Dawipayan is not re-infected, his case is of re-activation, says Dr. Bhaskar Gupta

২০ আগস্ট: ডা. দ্বৈপায়ন দেবকে ৭ আগস্ট শিলচর মেডিক্যাল কলেজ থেকে ছাড়া হয়েছিল৷ দশদিন ছিলেন হোম কোয়রান্টিনে৷ সোমবার  কালাইন হাসপাতালে গিয়ে কাজে যোগ দেন৷ বুধবার পরীক্ষা করে ধরা পড়ে, তিনি ফের পজিটিভ৷
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা.  ভাস্কর গুপ্ত বলেন, একে করোনার ফিরে আসা বলা যায় না৷ তাঁর কথায়, দ্বৈপায়নের রি-ইনফেকশন হয়নি, করোনাটা রি-অ্যাক্টিভেট হয়েছে৷

ডা. গুপ্ত বলেন, হয়তো তাঁর সংক্রমণ মাত্রাটা অত্যন্ত কম ছিল৷ তাই রেপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ আসে৷ পরে দ্বৈপায়ন সম্ভবত শারীরিক বা মানসিক চাপ নিয়েছে৷ তাতেই করোনা ভাইরাস প্রকট হয়ে ওঠে৷
বরাক উপত্যকায় এই ধরনের ঘটনা এ-ই প্রথম৷

ভাস্কর গুপ্তের কথায়, করোনা নিয়ে শেষকথা বলার সময় আসেনি৷ সবটাই পরীক্ষামূলক৷ ফলে ব্যতিক্রম ধরা পড়তেই পারে৷ এর ওপর তাঁদের প্রটোকল মেনে কাজ করতে হয়৷ যখন যে ধরনের নির্দেশ আসে, ওইভাবেই তাঁরা চিকিৎসা করেন৷

Also Read: Alarming! Dr. Dawipayan Deb tests positive again just after 13 days of his discharge

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker