Barak UpdatesHappeningsBreaking News

বরাকে ওমিক্রন? গুজব বলল স্বাস্থ্য দফতর, মেডিক্যাল কলেজ

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : ওমিক্রনও কি বরাক উপত্যকাতে ধরা পড়ল? সোশ্যাল মিডিয়ার এ সংক্রান্ত এক খবর নিয়েই এখন চর্চা সর্বত্র৷ জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ভুয়ো খবর৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও বলল, রিপোর্ট আসেনি এখনও৷ আরও কিছুদিন লাগবে পশ্চিমবঙ্গের কল্যাণীস্থিত ন্যাশনাল ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতে৷

সন্ধ্যায় বরাকে ওমিক্রন আসার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ অন্যায় ভাবে এক ব্যক্তির নানা ধরনের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে বলা হয়, রিপোর্টে তাঁর ওমিক্রন নিশ্চিত হয়েছে৷ উদ্বেগ-উৎকন্ঠা হোক বা না হোক, সবাই তা প্রচারে মাঠে নেমে পড়লেন৷ চলতে থাকল ফরোয়ার্ড, শেয়ারিং৷

স্বাস্থ্য দফতরের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, এটি পুরো ভুয়ো ও ভিত্তিহীন খবর৷ জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এসে পৌঁছায়নি এখনও৷

একই কথা শোনালেন শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত৷ তিনি বলেন, ওই রিপোর্ট আসতে আরও কিছুদিন সময় লাগবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker