Barak UpdatesHappeningsBreaking News
District administration offers tribute to Netajiনেতাজিকে শ্রদ্ধা কাছাড় জেলা প্রশাসনের
২৩ জানুয়ারি : দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ কাছাড় জেলায়ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। কাছাড় জেলা প্রশাসন তাঁর ১২৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের জন্য বিস্তৃত কর্মসূচিরও আয়োজন করে। কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে এবং রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি যে অবদান রেখেছিলেন তা স্মরণ করে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
নেতাজির সাহসিকতার কাহিনি স্মরণ করে জেলাশাসক বর্ণালি শর্মা বলেন, ইতিহাস থেকে পৃষ্ঠাগুলি পর্যালোচনা করে দেখা যেতে পারে, কীভাবে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারকারীদের কবল থেকে ভারতকে মুক্ত করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের লাইন স্মরণ করে তিনি বলেন, “একলা চলো রে” নীতি অনুসরণ করে নেতাজি কঠোর লড়াই করেন এবং ভারতীয়দের রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি দেশের স্বাধীনতা আদায় করবেন। তিনি প্রত্যেক ভারতীয়কে নিজের দেশকে আরও উন্নত স্থান হিসাবে গড়ে তুলতে কাজ করারও আহ্বান জানিয়েছিলেন বলে জেলাশাসক উল্লেখ করেন।
শিলচর পুরবোর্ডের চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, এ আর মজুমদার, সুমিত সত্তাওয়ান, সহকারী কমিশনার অভিলাষ বার্নওয়াল, ডি পাঠক সহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।