Barak UpdatesBreaking News
মনোনয়নপত্র তুলে নিলেন দিলীপকুমারDilip Kumar withdraws his nomination
২৯ মার্চঃ অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা সমিতি এবং রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ কুমার তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার তিনি জানান, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁদের এক প্রতিনিধি দলকে গুয়াহাটিতে ডেকে পাঠিয়ে কথা বলেন। চা জনগোষ্ঠীর নানা দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করেন। তাই তিনি আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই মনোনয়ন পত্র প্রত্যাহারের দরুন শিলচর আসনে মোট ১৩জন প্রার্থী রইলেন।
চা জনগোষ্ঠীর দাবি মেনে নেওয়ার কথা বললেও দিলীপবাবু খিলঞ্জিয়া ইস্যুতে নীরব থাকেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরে বলেন, দুই সংগঠনে মতবিরোধ দেখা দিয়েছে। মূলত খিলঞ্জিয়া ইস্যুতেই এই দ্বন্দ্বের সৃষ্টি। তাই তিনি আর কোনওভাবে খিলঞ্জিয়া সমিতির শরিক নন।