Barak UpdatesHappeningsBreaking News
পাহাড় লাইনে বহু ট্রেন বাতিল
ওয়েটুবরাক, ১৫ জুনঃ অবিরাম বর্ষণে ফের বন্ধ হয়ে পড়ল অসমের পাহাড় লাইন। ধস পড়ছে মেঘালয়ের ওপর দিয়ে চলা বদরপুর-জোয়াই জাতীয় সড়কেও। ওই রেলপথ ও সড়কপথেই বাইরের সঙ্গে যোগাযোগ ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ অসমের। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ভারি বৃষ্টি এবং আবহাওয়া দফতরের লাল সংকেতের জন্য তাঁরা আজ চারটি ট্রেন বাতিল করেছে। আগামীকালেরও পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে ট্র্যাকে এখনও সমস্যা দেখা দেয়নি। কিন্তু আচমকা কিছু হলে মাঝপথে যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন, সে জন্যই কিছু ট্রেন চালানো হচ্ছে না। তবে দূরপাল্লার ট্রেনগুলি আজ যথারীতি চলেছে।
এ দিকে, মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে সোনাপুরে জাতীয় সড়কের ওপর ধস নামায় রাস্তার দুই পারে প্রচুর গাড়ি আটকে রয়েছে। ধস সরিয়ে কখনও কয়েকটি গাড়িকে ছাড়া হলেও কিছুক্ষণ পরেই ফের পাহাড় থেকে জল-মাটির স্রোত ওই পথে ছুটে আসে। ফলে উত্তর-পূর্বের একটি বড় অংশ আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।