Barak UpdatesHappeningsAnalyticsBusinessBreaking NewsFeature Story

মেডিক্যালে এটিএম ও ডিজিটাল লেনদেন চালুর দাবি
Demand raised to open ATM & introduce digital payment system at Silchar Medical College

৪ নভেম্বর: শিলচর মেডিক্যাল কলেজে অবিলম্বে ডিজিটাল লেনদেন ও এটিএম পরিষেবা চালু করার দাবি তুলল বিজ্ঞান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস সায়েন্স সোসাইটি। সোমবার তাদের এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরির সঙ্গে দেখা করে। এই ইস্যুতে আমজনতার সমস্যার ব্যাপারে বিশদ জানিয়ে সংগঠনের তরফে ডিসিকে একটি স্মারকপত্রও পেশ করেন। স্মারকপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং জেলার লিড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ম্যানেজারকেও।

Rananuj

সংস্থার সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন, শুধু অসম নয়, উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর হল শিলচর। পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর থেকেও প্রতিদিন এখানে অনেক মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন । শিলচর মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান বলে চিকিৎসা করাতে আসা মানুষের যে টাকার দরকার হয় না, তা কিন্তু নয়। রোগী ও রোগীর নিকটাত্মীয়দের প্রয়োজনীয় ওষুধ, ডাক্তার নির্দেশিত পরীক্ষা-নিরীক্ষা,খাওয়া-দাওয়া ইত্যাদির জন্য টাকার প্রয়োজন হয় । সেই টাকা সবসময় সঙ্গে রাখা সম্ভব নয়। কারণ এতে নিরাপত্তার ব্যাপার যেমন আছে, তেমনি আছে অনিশ্চয়তাও।

চিকিৎসা করাতে এসে কখন কত টাকা লাগবে সেটা বোধহয় খোদ চিকিৎসকও বলতে পারবেন না।হিল্লোল বাবু আরও বলেন, বড় বড় হাসপাতালগুলোতে তাই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকে । শিলচরেই ব্যক্তিগত মালিকানাধীন সবক’টি হাসপাতালে এই সুবিধাটুকু আছে । এখন তো মুদির বা মিষ্টির দোকানেও ডিজিটাল পেমেণ্টের ব্যবস্থা থাকে।অথচ, শিলচর মেডক্যাল কলেজের মতো একটি বিশাল প্রতিষ্ঠানে সেই সুবিধা নেই । একটি ক্যাশ কাউণ্টারেও ‘পস’ (পয়েণ্ট অফ সেল) যন্ত্র কাজ করে না । বাধ্য হয়েই সব রকম অসুবিধা, অনিশ্চয়তা বয়ে রোগী বা তার নিকটাত্মীয়দের সঙ্গে নগদ টাকা নিয়ে আসতে হয় ।

যে দেশে স্বয়ং প্রধানমন্ত্রী খোদ ডিজেটাল লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করছেন।সরকার শত শত কোটি টাকা টাকা খরচ করে জনসচেতনা বাড়ানোর প্রয়াস করে যাচ্ছে। করছে সেখানে পাঁচ দশক পুরানো এই চিকিৎসা প্রতিষ্ঠানের এমন অবস্থা মেনে নেওয়া যায় না । তাছাড়া, এই প্রতিষ্ঠানে কোনও সক্রিয় এটিএম পরিষেবা নেই ।

এই পরিস্থিতিতে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাওয়া চিকিৎসাধীন রোগী বা তার নিকটাত্মীয়দের অসহায় অবস্থা সহজেই অনুমান করা যায় । সোসাইটির মন্তব্য, কে বলতে পারে হয়ত, এই অব্যবস্থার অভাবে প্রতিদিন কত মানুষের জীবনের অতি মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে। তাই, জনস্বার্থের কথা বিবচনা করে শীঘ্রই মেডিক্যালে ডিজিটাল লেনদেন সহ এটিএম পরিষেবার ব্যবস্থা করার দাবি তুলেছে সায়েন্স সোসাইটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker