NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মিজোরামের কাছে আত্মসমর্পণ করল আসাম! ক্ষুব্ধ ইয়াসি

ওয়েটুবরাক, ৬ আগস্ট : মিজোরাম সীমান্ত ইস্যুতে অসম সরকারের দুর্বল দৃষ্টিভঙ্গি দেখে হতবাক ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়েল ইভিলস’ (ইয়াসি)৷  মিজোরা গত ২৬ জুলাই লায়লাপুরে আসামের ছয়জন পুলিশকে হত্যা করল এবং প্রায় ৫০ জন পুলিশকে আহত করল, বিনিময়ে আসাম সরকার আলোচনার জন্য দুজন মন্ত্রী পাঠিয়েছেন৷ একে ইয়াসি মেনে নিতে পারছে না৷ তাঁদের কথায়, এ আমাদের শহিদদের প্রতি চরম অসম্মান। রাজ্যবাসীরও অপমান৷ মন্ত্রীরা আইজল না পৌঁছনো পর্যন্ত মিজোরাম সরকার শহিদ জওয়ান এবং আহতদের প্রতি সমবেদনা হিসেবেও একটি শব্দও উচ্চারণ করেনি। এমনকী মিজোরাম সরকার নৃশংস হত্যার জন্য দায়ী অপরাধীদের খুঁজে বের করতে চাইছে না। তাছাড়া আসামের জমি কয়েক কিলোমিটার দখল করার পর, অসমের ঘরবাড়ি ভেঙে ফেলার পর, সীমান্ত এলাকার মসজিদ, স্কুলে হামলা করে এবং অনেক পরিবারকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করার পরও আসাম সরকার শুধু ভাবমূর্তি রক্ষার জন্য যে পদক্ষেপ নিয়েছে তা খুব ভুল বার্তা দিয়েছে।

ইয়াসি-র দাবি, শহিদদের পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং আহতদের প্রতি ২ লক্ষ টাকা করে মিজোরাম সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক৷ নিহত পুলিশ সদস্যদের ভারত সরকার ‘শহিদ’-এর স্বীকৃতি দিতে হবে৷  মিজোরামের ওয়াইএমএ, এমজেডপি, এমএসইউ সংগঠনগুলিকে নিষিদ্ধ করার দাবি জানান ইয়াসি প্রধান সঞ্জীব রায়৷ তাঁর অভিযোগ, এরাই সীমান্ত সমস্যার প্রধান উস্কানিদাতা৷

ইয়াসি ২৬-র গুলিচালনা ও হত্যাকাণ্ডে জড়িতদের অসম সরকারের কাছে হস্তান্তর করা ও  মিজোরামের দখলীকৃত জমি ফিরিয়ে আনারও দাবি জানায়।

ইয়াসি-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবদুল মুকিত লস্কর বলেন, আসাম সরকার কর্তৃক শুরু হওয়া দ্বিপাক্ষিক আলোচনা মিজোরাম সরকারের কাছে ‘আত্মসমর্পণ’ ছাড়া কিছুই নয় ৷ এটি আসামবাসী ও শহিদদের সম্মানে জোরালো আঘাত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker