Happenings
খসে পড়ল বিধায়ক আবাসের চলন্ত লিফট, অল্পের জন্য প্রাণ বাঁচল ৮ জনের
৩১ আগস্টঃ দিসপুর বিধায়ক আবাসের এ ব্লকের চলন্ত লিফট আচমকা খসে পড়ে। লিফটে তখন ৮জন। অধিকাংশ বদরপুরের বিধায়ক জামালুদ্দিন আহমেদের সাক্ষাতপ্রার্থী। তাঁরা অসুস্থ বিধায়কের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন। কী করবেন, দিশেহারা অবস্থা সকলের। আটকে পড়া একজন মোবাইল খুলে ফেসবুক লাইভে বারবার সাহায্য প্রার্থনা করতে থাকেন। তা দেখেই এক কংগ্রেস নেতা দিসপুর থানায় খবর দেন। ওসি নিজে পুলিশ ও দমকল বাহিনী নিয়ে দীর্ঘসময় কসরতের পর লিফট থেকে সকলকে উদ্ধারে সমর্থ হন। এক যুবকের মাথায় সামান্য চোট লেগেছে। এর বাইরে অবশ্য কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে দীর্ঘক্ষণ ভেতরে আটকে থাকার দরুন এক সময় তাঁরা অক্সিজেনের অভাব বোধ করছিলেন। আরেকটু সময় দেরি হলে যে কোনও ধরনের অঘটন ঘটতে পারত। বিধায়ক আবাসের মতো গুরুত্বপূর্ণ দালানবাড়ির লিফট খসে পড়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে।