India & World UpdatesHappeningsBreaking News
কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর প্রয়াত
২৪ জুলাই : প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। এ দিন ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। এ দিন প্রয়াত অমলাশঙ্করের নাতনি শ্রীনন্দা সরকার সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করে শোক সংবাদ দেন। এ খবর আসামাত্রই শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক জগতে।
বার্ধক্যজনিত কারণেই মৃত্যু ঘটে নৃত্যশিল্পীর। শ্রীনন্দার কথায়, ২৭ জুন ১০১তম জন্মদিন মহাসমারোহে পালন করা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ ঠাম্মা ১০১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। শেষ মাসেই আমরা তাঁর জন্মদিন পালন করেছি। খুব অস্বস্তিতে রয়েছি, মুম্বই থেকে কলকাতার কোনও বিমান নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি, এটা একটা যুগের অবসান। অনেক ভালোবাসা। ‘
অমলাশঙ্করের মৃত্যুতে শোকের ছায়া পড়ে সংস্কৃতিক জগতে। একের পর এক তারকার প্রয়াণ ঘটেছে গত কয়েকমাসে। বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের স্ত্রী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের মা অমলাশঙ্করের প্রয়াণে শোকস্তব্ধ গুণীমহল। নৃত্যশিল্পী অমলা শঙ্করের প্রতিভার বিচ্ছুরণ তাঁর কৈশোর থেকেই। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর আলাপ। কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। তাঁর ডান্স গ্রুপের সঙ্গে কিশোরী অমলাও ঘুরে বেড়াতে থাকেন দেশ-বিদেশ। গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্যতম।