India & World UpdatesHappeningsBreaking News
দেশে মৃত্যু বেড়ে ৬, বিহার ও মহারাষ্ট্রে করোনার শিকার আরও ২
২২ মার্চ : করোনা ভাইরাসের সংক্রমণে দেশে আরও দুজনের ভারতে মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনার জেরে প্রাণ গেল মোট ৬ জনের। রবিবার সকালে মুম্বইতে মারা যান একজন। বিহারেও কোভিড ১৯-এর সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। বিহারে আরও একজনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২৪।
বিহারের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের বয়স মাত্র ৩৮ বছর। জানা গেছে, সম্প্রতি কাতার থেকে ফিরেছিলেন এই যুবক। পাটনার এইমসে শনিবার সন্ধ্যায় কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর দেখা গিয়েছিল কোভিড ১৯ পজিটিভ এসেছে এই যুবকের রিপোর্টে। এই প্রথম ভারতে এত কম বয়সী কারও মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে।
এর আগে বিহারে কোভিড ১৯ সংক্রমণের কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্ভবত এই ব্যক্তি প্রথম বিহারের আক্রান্ত বাসিন্দা। তবে সূত্রের খবর অনুযায়ী, বিহারে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেছে।
রবিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এই প্রৌঢ়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬৩ বছরের ওই ব্যক্তির ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। পাশাপাশি হার্টের রোগী ছিলেন তিনি। এ নিয়ে মহারাষ্ট্রে দু’জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। আক্রান্তের তালিকাতেও শীর্ষে রয়েছে এই রাজ্য। এ পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪।