Barak UpdatesHappeningsBreaking News

মিলবে মৃতদেহ, কফিন খোলা যাবে না, জানালেন ডা. রাজদীপ
Dead body to be given to family but coffin couldn’t be opened: Dr. Rajdeep Roy

১০ এপ্রিল: করোনা প্রটোকল মেনে ফয়জুল হক বড়ভুইয়ার মৃতদেহের অন্ত্যেষ্টি সম্পন্ন হবে৷ সে জন্য উপযুক্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ জানিয়েছেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়৷

৬৫ বছর বয়সী ফয়জুল হকের স্বাস্থ্যের চরম অবনতির খবর পেয়ে রাত ১টায় তিনি শিলচর মেডিক্যাল কলেজে ছুটে যান৷ কথা বলেন চিকিৎসকদের সঙ্গে৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রাত ১টা ৫৪ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন আসামের ২৮-তম করোনা রোগী৷ তখনই ডা. রাজদীপ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানান৷

রাজদীপবাবু জানান, এখন কোভিড১৯ প্রটোকল অনুসারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ কী সেই প্রটোকল? অস্থি বিশেষজ্ঞ সাংসদ বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ পরিবারের পক্ষ থেকে মৃতদেহ দাবি করে অন্তেষ্টির ইচ্ছা প্রকাশ করলে সরকার তাতে সায় জানাতে পারে৷ মৃতদেহ তুলে দিতে পারে পরিবারের হাতে৷ পরিস্থিতি বিবেচনায় তাতে অনুমতি নাও দিতে পারে৷ সে ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় মৃতের ধর্মীয় বিধি অনুসারে শেষকৃত্য সম্পন্ন হবে৷

ফয়জুল হকের ক্ষেত্রে, রাজদীপবাবু জানান, পরিবারের সদস্যদের মৃত্যুসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে৷ ফয়জুল হকের স্ত্রী-পুত্র সহ ৫ জন বর্তমানে সরকারি কোয়রান্টাইনে রয়েছেন৷ তাদের সকলের লালারস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আরেকবার লালারস সংগ্রহ ও পরীক্ষা করা হবে৷ তাঁরা ইচ্ছা করলে সামাজিক দূরত্ব মেনে জানাজার নামাজ আদায় ও কবরস্থ করার সময় উপস্থিত থাকতে পারবেন৷

মৃতদেহ খুব সতর্কতার সঙ্গে অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়া হবে৷ প্রথমে কাপড় দিয়ে খুব ভাল করে মুড়ে দেওয়া হবে৷ পরে কফিনে রাখা হবে৷ পারিবারিক বা সরকারি ব্যবস্থাপনা, যাই হোক না কেন, কফিন খোলা যাবে না৷ অন্ত্যেষ্টি হবে কফিন সমেত৷ অন্যান্য মৃতের ক্ষেত্রে ৬ ফুট কবর খোঁড়া হলেও কোভিট১৯ প্রটোকলে বলা হয়েছে, কবরের গভীরতা হবে ৮ ফুট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker