Barak UpdatesBreaking News
মধুরায় ভেসে যাওয়া আরেক যুবকের মৃতদেহ উদ্ধার
Dead body another boy who drowned in Madhura recovered

২৪ জুলাই : সুরজ মালাকারের পর এ বার রাজেশ দাসের মৃতদেহ উদ্ধার হল মধুরা নদী থেকে। পুলিশ জানিয়েছে, বুধবার রংপুর শিমুলতলার কাছে মধুরা নদীতে রাজেশ দাসের মৃতদেহটি ভেসে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
এদিকে মঙ্গলবারই এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী নদীতে তলিয়ে যাওয়া সুরজ মালাকারের মৃতদেহটি উদ্ধার করে। প্রসঙ্গত, সোমবার উদারবন্দ থেকে পাঁচ বন্ধু মধুরা নদীর পাশে বেড়াতে গিয়েছিল। এদের মধ্যে সুরজ মালাকার ও রাজেশ দাস নদীর মাঝখানে একটি পাথরে উঠে সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায়। অন্যদিকে দুই বন্ধুকে জলে ভেসে যেতে দেখে তাদের সঙ্গে আসা মিঠুন আচার্য নামের অন্য এক যুবক নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে সে কোনওমতে সাঁতরে বেঁচে যায়। উল্লেখ্য, সুরজ মালাকারের মৃতদেহ মঙ্গলবার ঠালিগ্রামে মধুরা নদী থেকে উদ্ধার করা হয়েছে।