Barak UpdatesHappeningsBreaking News

বেতুকান্দিতে স্লুইস গেট মেরামতির কাজে গাফিলতি দেখে জল্লি রেগে অগ্নিশর্মা
DC Jalli rains anger to see negligence in repairing work of sluice gate at Bethukandi

ওয়েটুবরাক, ২৯ জুন : মহিষাবিলের জল বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে গিয়েই যত বিপত্তি বাঁধে এ বার৷ ভাঙা স্লুইস গেট মেরামত হয়নি বলে একাংশ এলাকাবাসী বেতুকান্দিতে বাঁধ কেটে জল বেরনোর রাস্তা করেছিলেন৷ আর ওই রাস্তা ধরেই বরাক নদী শিলচর শহরে ঢুকে লক্ষ লক্ষ মানুষকে সর্বস্বান্ত করে৷ পরে উচ্চ পর্যায়ের বৈঠকে তাৎক্ষণিকভাবে বাঁধের জল ঢোকা ঠেকাতে ব্যবস্থা নিতে জলসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়৷

বাঁধ কাটার জন্য দোষীদের কঠোর শাস্তি প্রদানের হুঁশিয়ারির সঙ্গে মহিষাবিলের জল বের করার জন্য স্লুইসগেট মেরামতের জন্যও সেচ বিভাগকে নির্দেশ দেওয়া হয়৷ জলসম্পদ বিভাগ আপাতত জিওব্যাগে বালি-মাটি ঢুকিয়ে জল আটকানোর চেষ্টা করে চলেছেন৷ এই কাজের গুণমান এবং স্থায়িত্ব নিয়ে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ শহরের বিভিন্ন ব্যক্তি-সংগঠন প্রশ্ন তুললেও জেলাশাসক কীর্তি জল্লি তাদের কাজে সন্তুষ্টিই প্রকাশ করেন৷

Video Credit: Hanif Barbhuiya

তবে জেলাশাসক জলসেচ বিভাগের স্লুইস গেটের কাজে গাফিলতি দেখে প্রচণ্ড ক্ষেপে যান৷ বুধবার গিয়ে দেখেন, গেটের কাজ করছেন এক-দুইজন শ্রমিক৷ বিভাগীয় কেউ সেখানে উপস্থিত নেই৷ পরে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপক গোস্বামীকে ডেকে আনা হয়৷ তিনি গিয়ে “কাজ ঠিকঠাক চলছে” বলে দাবি করতেই উত্তেজিত হয়ে উঠেন জেলাশাসক জল্লি৷ ঝাঁঝালো গলায় শুনিয়ে দেন, “তোমাকে আমি চাকরি থেকে সাসপেন্ড করে দেবো৷ একেবারে জেলে পুরে দেবো৷ তোমার জন্যই শহরের  লক্ষ লক্ষ মানুষ বন্যাক্রান্ত৷” নিজে দাঁড়িয়ে থেকে জেলাশাসক অতিরিক্ত শ্রমিককে কাজে লাগাতে বাধ্য করেন৷ যতক্ষণ সেখানে ছিলেন, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লাগাতার ভর্ৎসনা করেন তিনি৷

প্রসঙ্গত, এই স্লুইস গেট মেরামতির  জন্য বছর সাতেক আগেই অর্থ মঞ্জুর হয়েছিল৷ রহস্যজনক কারণে সেই কাজ কিছুটা এগিয়েও শেষ হয়নি৷ এর দরুন বৃষ্টির দিনে জমাজলে ভুগছিলেন মহিষাবিলের আশেপাশের মানুষ৷ চাষবাসও বন্ধ হয়ে গিয়েছিল৷

এ দিকে, জিওব্যাগে বালি-মাটি ফেলে আপাতত জল ঢোকা ঠেকানোর পর এখানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানিয়েছেন৷ তিনি বলেন, এরপর এমন বাঁধ তৈরি হবে যে, আর জল ঢুকবে না কোনওকালে৷

প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি দেখভালের জন্য জয়ন্তকেই কাছাড় ও করিমগঞ্জের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker