Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যাল কলেজ রিপোর্টে করিমগঞ্জে আরও ৫ পজিটিভ
৩ জুনঃ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জে আরও ২ জন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কথা টুইটে জানালেও শিলচর মেডিক্যাল কলেজের রিপোর্টে সংখ্যাটি ৫। এরা হলেন গোলালিয়ার মনসুর আহমেদ (২১), খাগাইলের কয়েস আহমেদ (১৮), কটামণির সাব্বির হোসেন (২০) এবং করিমগঞ্জের আলিম উদ্দিন (২৫) ও জয়নুল হক (২৩)। শেষ দুইজন করিমগঞ্জের ঠিক কোথাকার, রিপোর্টে এর উল্লেখ নেই। এ ছাড়া, কাছাড়ে যার পজিটিভ বলে ধরা পড়েছেন, তিনি হলেন হরিনগরের ১৯ বছরের তরুণ মনজুর হোসেন।
করিমগঞ্জের আক্রান্তদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি অবশ্য এইটুকুই নয়। স্বাস্থ্যমন্ত্রী যখন ২, মেডিক্যাল কলেজের রিপোর্টে ৫ জানা যাচ্ছে, সেইসময় শিলচরের সাংসদ তথা মেডিক্যাল কলেজ পরিচালন সমিতির উপসভাপতি ডা. রাজদীপ রায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন করিমগঞ্জে নতুন ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। তিনি অবশ্ কোনও নামঠিকানা উল্লেখ করেননি।