Barak UpdatesHappeningsBreaking News

রাজনৈতিক নেতা ও ধর্মীয় প্রধানদের করোনা সচেতনতার বার্তা জেলাশাসকের
DC Cachar gives message of Corona awareness to political & religious personalities

৩০ মার্চ : বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষের সমাবেশের মাধ্যমে যাতে করোনা ভাইরাস সংক্রমিত হতে না পারে সেজন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানালেন কাছাড়ের জেলাশাসক। সোমবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে কাছাড় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন। এতে জেলাশাসক বলেন, বিভিন্ন মন্দির-মসজিদ ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে কোনভাবেই যাতে জনসমাগম না হয় এবং সীমিত যে সকল ব্যক্তি থাকবেন তাদের প্রত্যেকের শারীরিক দূরত্ব ন্যূনতম এক মিটার থাকতে হবে।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বুঝিয়ে বলেন। একইভাবে কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানকে অনুরূপ আরও একটি সভায় আবেদন জানানো হয়, যাতে রাজ্যের অন্যান্য অংশের মতো কাছাড় জেলায়ও কোভিড-১৯ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি যাতে বিশেষ ব্যবস্থা নিতে পারে, এর জন্যও অনুরোধ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker