NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য ২০ সেপ্টেম্বর ফের খুলছে দর্পণ পোর্টালDarpan portal to reopen from 20 Sept for admission in HS 1st year
১৩ সেপ্টেম্বর : আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ফের তিন দিনের জন্য ভর্তি সংক্রান্ত পোর্টাল ‘দর্পণ’ খুলতে চলেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। যে পড়ুয়ারা কোনও একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার পরও ভর্তির জন্য সুযোগ পাননি, তাঁদের জন্য এটি এক বিশেষ খবর। অথবা এখনও যারা কোনও প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করেননি তাঁদের জন্যও এই সুযোগ কার্যকর হতে পারে। বৃহত্তর অংশের ছাত্রদের সুবিধার কথা চিন্তা করেই পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্ররা এখন www.darpan.ahseconline.in ও www.ahsec.assam.gov.in পোর্টালে গিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখনও আসন খালি রয়েছে, সেখানে নতুন করে আবেদনপত্র জমা দিতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য নির্বাচিত বা অপেক্ষমানদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর থেকে প্রস্তুত করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তরফে নির্বাচিত বা অপেক্ষমানদের তালিকা প্রস্তুত করার পর পরিষদ ২৫ সেপ্টেম্বর সকাল ১১্টায় তা দর্পণ পোর্টালে প্রকাশ করবে। এমনকি ভর্তির জন্য নির্বাচিত পড়ুয়াদের এসএমএস-এর মাধ্যমে সূচিত করা হবে বলেও পরিষদের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ভর্তি প্রক্রিয়া ২৭ ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।