CultureBreaking News

ঢাকায় অনুষ্ঠান করে ফিরল সৌমিত্রের ড্যান্সার সার্কল
Dancer Circle of Saumitra enthrall the audience in Dhaka with mesmerising performance

২৫ নভেম্বর : শিলচরের ড্যান্সার সার্কল ঢাকায় অনুষ্ঠান করে ফিরল। সংগঠনের কর্ণধার তথা নৃত্যশিক্ষক সৌমিত্র শংকর চৌধুরীর পরিচালনায় গত ২৩ নভেম্বর ঢাকার সওকত উসমান অডিটোরিয়ামে অনুষ্ঠান উপহার দেন ড্যান্সার সার্কলের শিল্পীরা। শনিবার শিলচরে ফিরে সৌমিত্র জানান, সে দেশের মানুষ তাঁদের প্রদর্শন আগ্রহের সঙ্গে গ্রহণ করেছেন।

Rananuj

প্রসঙ্গত, নৃত্যদলটি বাংলাদেশ গিয়েছিল বহ্ণিশিখার গুলাম কুদ্দুসের আমন্ত্রণে। সৌমিত্র শংকর চৌধুরীর পরিচালনায় এটি তৃতীয়বার বাংলাদেশ সফর। এই সফরে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধর্মনগরের কলামণ্ডল। সৌমিত্র শংকরের পরিচালনায় এই দলটিতে ছিলেন মাল্যশ্রী চৌধুরী, দেবশ্রী দেব, শম্পা বণিক, গৌরবী সাহা, অনিমিতা ভৌমিক, রূপালি দেবনাথ ও গৌতম দাস।

এ দিকে, এই অনুষ্ঠানে শিলচর থেকে বিধান লস্কর ও মঞ্জশ্রী দাস সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, সৌমিত্র শঙ্কর ও গোলাম কুদ্দুসের চেষ্টায় কয়েক বছর আগে ঢাকায় অনুষ্ঠান করে গেছেন সত্রীয়া নৃত্যের রঞ্জুমণি শইকিয়া ও তাঁর দল। সেদিন সত্রীয় নৃত্যের সন্ধ্যাটি সবার কাছেই মনোগ্রাহী হয়ে উঠেছিল।

November 25: Dancer Circle of Saumitra returned back to Silchar after their mesmerising performance at Dhaka. The troupe enthralled the audience at Suakat Usman Auditorium of Dhaka in Bangladesh on 23 November. On returning back to Silchar, Saumitra Shankar Choudhury, the lifeline of Dancer Circle said that the audience of Dhaka gave overwhelming response to their performance.

It needs mention here that the dance troupe went to Bangladesh at the invitation of Golam Kuddus of Bannisikha. Apart from this performance, Saumitra’s troupe went to Bangladesh on two other occasions wherein they showcased their artistic talents. Under the direction of Saumitra, others who performed with him are Malyasree Chowdhury, Deboshri Deb, Sampa Banik, Gaurabi Saha, Animita Bhowmick, Rupali Debnath and Gautam Das.

Apart from the Dancer Circle, Folk artist Bidhan Laskar and versatile singer Manjushree Das from Silchar also took part in the programme. Due to the initiative of Saumitra and the cooperation of Golam Kuddus Rajumani Saikia and her troupe from Guwahati performed Satriya Classical dance at Dhaka a few years back.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker