India & World UpdatesHappenings
দাপট কমলেও ফণীর প্রভাবে বাংলাদেশে মৃত ১৪Cyclone Fani reaches Bangladesh, death toll rises to 14
৪ মেঃ যতটাসতর্ক ছিল বাংলাদেশ, ততটা ওঠেনি ফণীর ফনা। দু’দিন ধরে তর্জন-গর্জন শেষে ওড়িশায় তাণ্ডব চালিয়ে ক্লান্ত হয়ে শনিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছিল‘ফণী’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতরের তথ্য অনুযায়ী, ‘ফণী’র দাপট কমলেও এর প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় বজ্রাঘাত এবং শনিবার এর আঘাতে ঝড়ো হাওয়ায় অন্তত ১৪ জন মারা গিয়েছেন। শুক্রবার রাত পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলির বিপজ্জনক এলাকার ১৩ লক্ষ ৬৪ হাজার ৮৮৬ জনকে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে।
বাংলাদেশে ঢুকতে ঢুকতে শক্তি কমে ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে একটানা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবহাওয়া দফতরের অধিকর্তা শাসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ অনেকটাই বিপন্মুক্ত। এটি বৃষ্টি ঝরিয়েআরও দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত। তবু বঙ্গোপসাগরেরগভীরে অবস্থানরত সব জেলে নৌকো ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিভিন্ন ত্রাণ শিবিরে অবস্থানরত ১৩ লক্ষ ৬৪ হাজার মানুষের বিপদ কেটে যাওয়ার কথা জানিয়ে তাদের ঘরে ফেরার বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে বলেও বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের জামালপুর ও এর আশপাশে অবস্থান করছিল।দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ দুপুরের দিকে টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহে অবস্থান করছিল।